সূরা কোরাইশ
মক্কায় অবতীর্ণ , আয়াত সংখাঃ ৪
----------------------------------------------
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
لِإِيلَافِ قُرَيْشٍ
কোরাইশের আসক্তির কারণে, [সুরা কুরাইশ: ১]
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ
আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। [সুরা কুরাইশ: ২]
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ
অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার [সুরা কুরাইশ: ৩]
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। [সুরা কুরাইশ: ৪]
0 comments:
Post a Comment