সহীহ মুসলিম এর ৪/ কিতাবুস স্বলাত অধ্যায় হতে হাদিসের মানঃ সহিহ (Sahih) - ৭৫৫ মুহাম্মদ ইবনুূু মিহরান আর রাযি (রহঃ) আবূ সালামা (রহঃ) থেকে বর্ণিত। আবূ হুরায়রা (রাঃ) সালাত (নামায/নামাজ) প্রত্যেক বার উচু এবং নিচু হবার সময় তাকবীর বলতেন। আমরা বললাম, হে আবূ হুরায়রা! এ কেমন তাকবীর? তিনি বললেন , এটাইতো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত (নামায/নামাজ)।
সহীহ মুসলিম এর ৪/ কিতাবুস স্বলাত অধ্যায় হতে হাদিসের মানঃ সহিহ (Sahih) - ৭৭৩ মুহাম্মাদ ইবনুূুল মূসান্না ও ইবনুূু বাশশার (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বাকর, উমার ও উসমান (রাঃ) -এর পেছনে সালাত (নামায/নামাজ) আদায় করেছি, কিন্তু তাঁদের কাউকে বিসমিল্লাহির রাহমানির রাহীম সরবে পড়তে শুনিনি।
0 comments:
Post a Comment