সানাঃ নামাযের শুরুতে সানা বা আল্লাহর প্রসংশামূলক দুয়া পড়া সুন্নত।
«سُبْحانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلاَ إِلَهَ غَيْرُكَ».
উচ্চারণঃ সুবহা’-নাকাল্লা-হুম্মা ওয়া বিহা’মদিকা, ওয়া তাবা-রাকাসমুকা, ওয়া তাআ’-লা জাদ্দুকা, ওয়া লা- ইলা-হা গাইরুকা।
অর্থঃ হে আল্লাহ! আমরা প্রশংসার সাথে আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনার নাম অত্যন্ত বরকতময়, আপনার সম্মান ও মর্যাদা সবার উপরে। আর আপনি ছাড়া সত্য কোন মাবূদ নেই।
Thanks
ReplyDelete