কিছু কিছু ভ্রান্তবাদীরা ভিত্তিহীন অনেক ফতোওয়া দিয়ে থাকেন তন্মধ্যে একটি হলো,
"পেশাব-পায়খানায় ডিলা-কুলুখ এর ব্যবহার এর কোন ভিত্তি নেই"।
এই ভ্রান্ত উক্তির জবাবে নিচের হাদিস গুলো সহীহ বোখারী থেকে উপস্থাপন করলাম।
"পেশাব-পায়খানায় ডিলা-কুলুখ এর ব্যবহার এর কোন ভিত্তি নেই"।
এই ভ্রান্ত উক্তির জবাবে নিচের হাদিস গুলো সহীহ বোখারী থেকে উপস্থাপন করলাম।
মূসা’দ্দাদ ইবনুূু মূসারহাদ হযরত সালমান (রাঃ) হতে বর্ণিত রাবী (বর্ণনাকারী) বলেনঃ আমাকে এরুপ বলা হয়েছে যে, নিশ্চই তোমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সবকিছুই শিক্ষা দিয়ে থাকেন, এমনকি পায়খানার রীতিনীতি সম্পর্কেও। তদুত্তরে তিনি বলেনঃ হা নিশ্চই –নাবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমাদেরকে কিবুলামুখী হয়ে পেশাব-পায়খানা করতে নিষেধ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ আমরা যেন ডান হাত দিয়ে ইস্তিঞ্জা না করি এবং আমাদের কেউ যেন তিনটি প্রস্তরের। (ঢিলা-কুলুখের) কমে ইস্তিঞ্জা (পবিত্রতা অর্জন) না করে অথবা কেউ যেন গোবর (বা কোন নাপাক বস্তূ) বা হাড় দিয়ে ইস্তিঞ্জা না করে। - (মুসলিম, তিরমিযী, ইবনুূু মাজাহ- নাসাঈ)।
উপরুক্ত হাদিস গুলো দ্বারা স্পষ্ট ভাষায় আল্লার হাবীব ইস্তিনজার সময় ঢিলা কলুখ করার নির্দেশ দিয়েছেন।
এই হাদীস গুলো পড়ার পর নিশ্চয়ই যে কেউ বলতে বাধ্য “ইস্তিনজার সময় ঢিলা কলুখ করা ওয়াজিব”।
আশা করি এই হাদীস গুলো পড়ার পর মিথ্যাবাদীরা ডিলা-কুলুখ নিয়ে আর মিথ্যা বলবেনা।
এই হাদীস গুলো পড়ার পর নিশ্চয়ই যে কেউ বলতে বাধ্য “ইস্তিনজার সময় ঢিলা কলুখ করা ওয়াজিব”।
আশা করি এই হাদীস গুলো পড়ার পর মিথ্যাবাদীরা ডিলা-কুলুখ নিয়ে আর মিথ্যা বলবেনা।
0 comments:
Post a Comment