কেউ কেউ বলে নবী করিম সাঃ গাইব জানেন না এবং আমাদের ও নবী করিম সাঃ মধ্যে পার্থক্য হলো নবী করিম সাঃ এর কাছে আল্লাহর কাছ থেকে অহী আসতো আর আমাদের কাছে আসেনা।
তাই বুখারী শরীফ থেকে নিচে দু খানা সহিহ হাদিস উপস্থাপন করলাম।
আপনাদের মতামতটুকু দয়াকরে জানাবেন।
💉 ৪০৮। ইয়াহইয়া ইবনুূু সালিহ (রহঃ) আনাস ইবনুূু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। তারপর তিনি মিম্বরে উঠলেন এবং ইরশাদ করলেন, “তোমাদের সালাত (নামায/নামাজ) রুকুতে আমি অবশ্যই তোমাদের আমার পেছন থেকে দেখি, যেমন এখন তোমাদের দেখছি”।
তাই বুখারী শরীফ থেকে নিচে দু খানা সহিহ হাদিস উপস্থাপন করলাম।
আপনাদের মতামতটুকু দয়াকরে জানাবেন।
💉 ৪০৮। ইয়াহইয়া ইবনুূু সালিহ (রহঃ) আনাস ইবনুূু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। তারপর তিনি মিম্বরে উঠলেন এবং ইরশাদ করলেন, “তোমাদের সালাত (নামায/নামাজ) রুকুতে আমি অবশ্যই তোমাদের আমার পেছন থেকে দেখি, যেমন এখন তোমাদের দেখছি”।
💉 ৪০৭। আবদুল্লাহ ইবনুূু ইউসুফ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা কি মনে কর যে, আল্লাহর দৃষ্টি কেবল কিবলার দিকে? আল্লাহর কসম! আমার কাছে তোমাদের খুশূ (বিনয়) ও রুকু কিছুই গোপন থাকে না। অবশ্যই আমি আমার পেছন থেকেও তোমাদের দেখি। ”
0 comments:
Post a Comment